ক্লাসের শুরুতেই বিসমিল্লাহ... এবং দুরূদ পড়ান ৷
১. ঘন্টা বাজার কমপক্ষে ১৫ মিনিট পূর্বে মাদরাসায় উপস্থিত হন । ২. নির্ধারিত সময়ের পূর্বে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেন । ৩. ঘন্টা বাজার কমপক্ষে ১০ মিনিট পূর্বে শ্রেণি কক্ষে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করবেন । ৪. আপনার শ্রেণি হাজিরা খাতা, কলম, চক , ডাস্টারসহ প্রয়োজনীয় সকল দ্রব্যাদি আপনার নিজ দায়িত্বে রাখবেন। ৫. শ্রেণি কক্ষে প্রবেশের সাথে সাথে শিক্ষার্থীদের আপনি প্রথম সালাম দিবেন। ৬. আপনার ক্লাসের যে কোন সমস্যার কথা প্রধান শিক্ষকে তাৎক্ষণিক জানাবেন।(লাইট, ফ্যান, রুমে ময়লা, চেয়ার-টেবিল অপরিস্কার, আসন সংখ্যা অপর্যাপ্ত) ইত্যাদি । ৭. বোর্ডটি সুন্দরভাবে পরিস্কার করে শ্রেণি, শাখা, উপস্থিতি, অনুপস্থিতি, তারিখ ইত্যাদি সুন্দরভাবে লিখুন। ৮. শ্রেণিকক্ষে প্রবেশের সাথে সাথে ছাত্র ছাত্রীদের বিভিন্ন কৌশলে মনোযোগী করুন । ৯. একনজরে প্রত্যেক ছাত্র ছাত্রীদের নির্ধারিত পোশাক, টুপি, পরিস্কার পরিচ্ছন্নতা, হাতের নখ, দাঁত পরিস্কার, মাথার চুল ইত্যাদির দিকে নজর দিন। ১০. বৃহস্পতিবার/শনিবার কে পরিস্কার পরিচ্ছন্নতা দিবস ঘোষনা করুন। ১১. সংক্ষেপে সকল ছাত্র ছাত্রীদের সাথে কৌশল বিনিময় করুন। ( নাস্তা করেছে কিনা, গোসল করেছে কিনা, পারিবারিক, ব্যক্তিগত, শারীরিক অবস্থা) ইত্যাদি । ১৩. গতকাল জোহর থেকে আজ ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের জবাবদিহিতা নিশ্চিত করুন । ১৪. প্রতিদিন একটি করে নতুন শব্দ শিক্ষা (আরবী/ বাংলা / ইংরেজী কর্মসূচি চালু করুন। ১৫. বিগত দিনে অনুপস্থিত অথবা ফেরারী ছাত্র ছাত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করুন। ( দরখাস্ত গ্রহণ, বাসায় পাঠানো, অফিসে প্রেরণ, ইত্যাদি।) ১৬. শ্রেণিকক্ষে কোন অভিভাবককে অবস্থান করতে দিবেন না। ১৭. অনুপস্থিত ছাত্র ছাত্রীদের অভিভাবককে তাৎক্ষনিক ফোন দেয়া। ১৮. ছাত্র-ছাত্রীকে আপনি সম্বোধন করুন। ১৯. হাজিরা খাতা সব সময় আপডেট ও পরিচ্ছন্ন রাখবেন। ২০. হাজিরা খাতায় অপ্রয়োজনীয় কোন কাগজ রাখবেন না। ২১. ছাত্র ছাত্রীদের বই খাতা সেলাই এবং পরিচ্ছন্ন রাখতে তদারকি করুন। ২২. শ্রেণি কক্ষে প্রবেশের পূর্বে শিক্ষকের অনুমতি নেওয়া এবং শিক্ষকের সামনে না চলা। ২৩. বাসায় বাবা, মা এবং বড় ভাই-বোনদের সালাম প্রদানে উৎসাহ দিন। ২৪. রাস্তার ডান পার্শ্বে চলা এবং পথিককে সালাম প্রদানে উৎসাহিত করুন। ২৫. সালাম প্রদান এবং উত্তরদান শিক্ষা দেওয়া। ২৬. বিলম্বে উপস্থিত ছাত্র ছাত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করুন। ২৭. আপনার ক্লাসের সকল ছাত্র-ছাত্রীর বই, খাতা, কলম, চক , শ্লেট বিভিন্ন রুটিন, শিট, প্রাতিষ্ঠানিক বিভিন্ন নোটিশসহ যাবতীয় বিষয় প্রাপ্তি নিশ্চিত করুন। ২৮. সকল ছাত্র ছাত্রীদের বাসার ঠিকানা আপনার নিজ দায়িত্বে সংরক্ষণ রাখার চেষ্টা করা। ২৯. অসুস্থ ছাত্র-ছাত্রীদের নিয়মিত ফোন করা এবং প্রয়োজনে বাসায় যাওয়ার ব্যবস্থা করা। ৩০. আপনার ক্লাসের সকল ছাত্র ছাত্রীর পরীক্ষার Progress Report নিজ দায়িত্বে সংরক্ষণ রাখুন। ৩১. পাঠদান শেষে বৈঠকের দোয়া এবং সালাম দিয়ে বিদায় ছুটি দেওয়া।